সহযোগী প্রতিষ্ঠান

শতদল পাঠশালা
লোটাস-বাড চ্যারিটি ফোরাম কর্তৃক পরিচালিত একটি অলাভজনক সম্পূরক শিক্ষা কার্যক্রম। যেখানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আধুনিক বিশ্বে বিদ্যার্থীদের উপযোগী করে গড়ে তুলতে বিদ্যালয় মাদ্রাসার পাঠদানের পাশাপাশি ফোরাম সম্পূরক পাঠদান কার্যক্রম চালাবে। ‘শতদল পাঠশালা’ বিদ্যালয় ও মাদ্রাসার পাঠ্যসূচির অনুকরণে নিজস্ব ও পাঠ্যসূচির মাঝে সমন্বয় সাধন করে শিক্ষাদান করে। ‘শতদল পাঠশালা’ এ পাঠদান করে স্বনামধন্য শিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ পাঠদান করবে। এর মাধ্যমে নিয়মিত স্কুল ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চালানো।

ব্লাড ব্রিজ
এটি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে দেয় এবং রক্ত সংগ্রহের ক্ষেত্রে চেষ্টা চালিয়ে থাকে। ২০১৮ সালে শুরু করে মানুষের সংকটে রক্ত সংগ্রহ করে দেওয়ায় এই অঙ্গপ্রতিষ্ঠানটি খুব জনপ্রিয়তা লাভ করেছে।

রিডার্স ইন লাইব্রেরি
লাইব্রেরি চিন্তাশীল মানুষের জন্য মস্তিষ্কের খোরাক হিসেবে কাজ করে। চিন্তাশীল মানুষ তৈরি কিংবা যারা এই জগতের পুরনো বাসিন্দা তাদের জন্য একটি লাইব্রেরি সে খোরাকের প্রয়োজনীয়তা পূরণ করে। আমাদের লাইব্রেরিতে নানান চিন্তা ও মননের বই সংগ্রহ করা হয়েছে। যে কেউ চাইলে বই দিতে পারেন কিংবা চাহিদা মতো রেজিস্ট্রি করে দুই থেকে তিন দিনের জন্য বই ধার নিতে পারেন।